Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

  উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়, নবীগঞ্জে আপনাকে স্বাগতম   


এক নজরে

তথ্য  যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়নের নিমিত্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকার এ খাতকে বিশেষ গুরুত্বারোপ করে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বব্যাপী প্রয়োগ ও ব্যবহারে কারিগরি সহায়তা নিশ্চিতকরণ; তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা সমূহ প্রান্তিক পর্যায়ে পৌঁছানো, অবকাঠামো নিরাপত্তা বিধান; রক্ষণাবেক্ষণ; বাস্তবায়ন; সম্প্রসারণ মান নিয়ন্ত্রণ ও কম্পিউটার পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে  দেশের প্রত্যন্ত অঞ্চলে ই-সার্ভিস প্রদান নিশ্চিত করার লক্ষ্যে ৩১ জুলাই, ২০১৩ তারিখে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর’ গঠন করা হয়।   এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ১৪ই জুলাই উপজেলা আইসিটি কার্যালয়, নবীগঞ্জের পথচলা শুরু হয়। এই কার্যালয়ের নিয়োগকৃত প্রথম সহকারী প্রোগ্রামার জনাব আশীষ চক্রবর্তী। উপজেলা আইসিটি কার্যালয়, নবীগঞ্জ, হবিগঞ্জ ইউএনও অফিসের তৃতীয় তলায় অবস্থিত।


=> অধিদপ্তরের নামঃ    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর;

=> প্রশাসনিক বিভাগঃ   তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ;

=> মন্ত্রণালয়ঃ               ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়;

=> প্রতিষ্ঠার তারিখঃ      ৩১ জুলাই, ২০১৩;

=> প্রধান কার্যালয়ঃ        ই-১৪/এক্স, আইসিটি টাওয়ার,আগারগাঁও, ঢাকা-১২০৭।